নাটোরে ৪ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৪ কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকবহন কাজে ব্যবহত একটি ট্রাক জব্দ করা হয়। গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে নাটোর পুলিশ লাইন্স এ এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সাহেবপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে ট্রাক ড্রাইভার সাগর আলী (২১) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ব্রাহ্মনগাঁও এলাকার মো. সেলিমের ছেলে হেলপার সালাহ উদ্দিন (২১)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাসি চালানো হয়। পরে ড্যাশ বোডের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটের ভেতর প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।