ত্বকের যত্নে সূর্যমুখী তেল
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সূর্যমুখী তেলে রয়েছে অপরিহার্য ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড। শুধু পুষ্টিগুণ সমৃদ্ধই নয় বরং ত্বকের যত্নে এর জুড়ি মেলা ভার। সূর্যমুখী তেল ত্বকের যত্নে কীভাবে কাজে লাগে জেনে নেওয়া যাক-
১) সূর্যমুখী তেলে থাকা ভিটামিন ‘ই’ ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। প্রতিদিন ক্রিম বা লোশানের সাথে কয়েক ফোটা সূর্যমুখী তেল মিশিয়ে নিলে ত্বকের আর্দ্রতা আরো কয়েকগুণ বেড়ে যাবে, যা আপনার ত্বককে আরো কোমল করবে।
২) সূর্যমুখী তেলে আছে ভিটামিন ‘ই’ যা একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ফ্রি র্যাডিকেলগুলির বিরুদ্ধে লড়াই করে অকাল বার্ধক্যে আটকায়। সপ্তাহে কয়েকবার আপনার রুটিনে সূর্যমুখী তেলকে অন্তর্ভুক্ত করে, আপনি কার্যকরভাবে বার্ধক্যের প্রভাবকে আটকাতে পারেন, নিজেকে আরো তরুণ ও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন।
৩) যখন ব্রণ, ডার্মাটাইটিস এবং সানবার্নের মতো ত্বকের যত্নের কথা আসে, তখন সূর্যমুখী তেলের কথাই সবার আগে আসে। ভিটামিন ‘ই’র অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি সামগ্রিক ত্বকের চেহারা উন্নত করার সাথে সাথে লালভাব এবং রুক্ষতা হ্রাস করতে সহায়তা করে। এটি নতুন ত্বকের কোষগুলোর বিকাশে সাহায্য করে।
৪) সূর্যমুখী তেল আপনার ত্বকে একটি প্রতিরক্ষামূলক স্তর গঠন করে, এটি পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করে এবং আর্দ্রতা হ্রাস রোধ করে। এটি আপনার ত্বককে ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করে।