ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হোয়াটসঅ্যাপে বোল্ড লেখা

হোয়াটসঅ্যাপে বোল্ড লেখা

বহুদিন ধরে মেসেজিং সার্ভিস ব্যবহার করলেও হোয়াটসঅ্যাপের মধ্যে থাকা কিছু ফিচার অজানা থাকতেই পারে। অজানা সব ফিচার ব্যবহার করে নিজের চ্যাটিং অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করা যায়। হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় লেখা বোল্ড করে নেওয়া যায়। অ্যাপের মধ্যেই আছে এমন ফিচার, যার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোডের প্রয়োজন হবে না। চাইলে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় যে কোনো লেখা বোল্ড করা সম্ভব। নির্দিষ্ট শব্দ বা একটি নির্দিষ্ট বাক্য বা সম্পূর্ণ লেখা বোল্ড করা যাবে। চ্যাটে লেখার যে অংশ বোল্ড করতে চান সেই অংশের আগে ও পরে (*) চিহ্ন দিতে হবে। শব্দের যে অংশটুকু বোল্ড করা প্রয়োজন তার আগে ও পরে (*) লিখলে তা বোল্ড হয়ে যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত