ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে

বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গতকাল বিকালে দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নয়, জিয়াউর রহমানই তার সময়ে সাজানো নির্বাচন করেছেন। যারা হত্যা ও ভোট চুরির রাজনীতি করেছে তারাই আজ গণতন্ত্রের কথা বলে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এতে মদদ দিচ্ছেন ভাড়া করা কতিপয় বিদেশি দালাল। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিল দেশের সাধারণ মানুষ শান্তি-সুখে বসবাস করবে। আজ সেই শান্তি বিনষ্ট করছেন বিএনপি-জামায়াতরা। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, ঢাকা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মো. মুজিবর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগ ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ হাজী জসিম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক, আশরারুল হাসান আশু, ঢাকা জেলা আওয়ামী লীগ সদস্য হাজী ফিরোজ আলম, ঢাকা জেলা আওয়ামী লীগ সদস্য আবু সাঈদ পাপ্পু, কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, রাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. আশকর আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ সভাপতি মো. মাসুম বিল্লাহ জুয়েলসহ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত