ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সিইসির বৈঠক আগামীকাল

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বৈঠক আগামী কাল রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, বৈঠকটি অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনের সিইসির দপ্তরে বেলা ১১টায়।

সিইসির দপ্তর সূত্র জানিয়েছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। হাইকমিশনার নিয়োগ পাওয়ার পর কমিশনের সঙ্গে কোনো বৈঠক হয়নি বিধায় সারাহ কুক আসবেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু সন্নিকটে, তাই নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা ওঠতে পারে।

এদিকে সারাহ কুককে দেওয়া সময়ের বিষয়টি পররাষ্ট্র সচিবকে এক চিঠিতে জানিয়েছে ইসি। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। নির্বাচনকে সামনে রেখে এর আগে সিইসির সঙ্গে ইউরোপিয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছে। বিদেশি পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে পর্যবেক্ষক সহায়তা নীতিমালা প্রণয়নের কথা বলছে সংস্থাটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে। আর নির্বাচন হবে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ অনুষ্ঠিত হবে।