ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইউটিউবেও চন্দ্রযান-৩ এর রেকর্ড

ইউটিউবেও চন্দ্রযান-৩ এর রেকর্ড

চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে যানটি। এ তথ্য এরইমধ্যে সবাই জেনে গেছেন। এর মাধ্যমে রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছে দেশটি। তবে কেবল চাঁদে পা রেখেই নয়, ইউটিউবেও রেকর্ড ভেঙেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। চন্দ্রাভিযান দেখতে বিকাল থেকেই টিভি, মোবাইলের স্ক্রিনে নজর রেখেছিলেন বিশ্বের কোটি কোটি মানুষ। অবতরণের সম্পূর্ণ লাইভ সম্প্রচার দেখানো হয় ইসরোর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। আর এই লাইভ সম্প্রচারে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইসরো। এর আগে ইউটিউবে এত পরিমাণ মানুষ কখনো লাইভ সম্প্রচার দেখেননি। অতীতে ইউটিউবে ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়ার ফুটবল ম্যাচ লাইভ দেখেছিল ৬.১৫ মিলিয়ন (৬০ লাখ ১৫ হাজার) মানুষ। এই সংখ্যাকেও ছাপিয়ে গেছে ইসরো-এর চন্দ্রাভিযানের লাইভ সম্প্রচার। স্যাকলিঙ্ক ডট কমের রিপোর্ট অনুযায়ী, চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ অবতরণের লাইভ সম্প্রচার দেখেছেন ৮০ লাখ ৬ হাজার মানুষ। ইউটিউবে যা কার্যত রেকর্ড। ইউটিউবে সবচেয়ে বেশি দেখা লাইভ স্ট্রিমের তালিকায় প্রথম স্থান দখন করে নিয়েছে চন্দ্রযান-৩। একদিকে চাঁদের দক্ষিণ মেরুতে বিশ্বের প্রথম দেশ হিসেবে অবতরণ করা, অন্যদিকে সমাজ মাধ্যমে বহুল চর্চিত প্ল্যাটফর্ম ইউটিউবে সর্বাধিক লাইভ সম্প্রচারের তকমা নিজের নামে করেছে ইসরো। ইউটিউবে সবচেয়ে বেশি দেখা প্রথম ১০ লাইভ সম্প্রচার : ইসরো চন্দ্রযান-৩: ৮০ লাখ ৬ হাজার, ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ফুটবল: ৬০ লাখ ১৫ হাজার, ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ফুটবল: ৫০ লাখ ২০ হাজার, ভাস্কো বনাম ফ্ল্যামিঙ্গো ফুটবল: ৪ লাখ ৮০ হাজার, স্পেসএক্স ক্রু ডেমো: ৪০ লাখ ৮ হাজার, বিটিএস বাটার গান: ৩০ লাখ ৭৫ হাজার, অ্যাপেল: ৩০ লাখ ৬৯ হাজার, জনি ডেপ বনাম অ্যাম্বার: ৩০ লাখ ৫৫ হাজার, ফ্লুমিনেন্স বনাম ফ্ল্যামিঙ্গো ফুটবল: ৩০ লাখ ৫৩ হাজার কারিওকা চ্যাম্প ফাইনাল: ৩০ লাখ ২৫ হাজার, সেরা ১০টি তালিকায় রয়েছে ৫টি ফুটবল ম্যাচ, দুটি মহাকাশ অভিযান, একটি প্রযুক্তি, একটি আইনি লড়াই এবং একটি গান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত