ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সেক্টরস কমান্ডারস ফোরামের সভা

বঙ্গবন্ধুর জীবন-দর্শন জাতিকে অনুপ্রাণিত করবে

বঙ্গবন্ধুর জীবন-দর্শন জাতিকে অনুপ্রাণিত করবে

নগর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর জীবন-দর্শন চিরকাল বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। তার আজীবনের আরাধ?্য সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত করতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় প্রকৃত দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব একইভাবে প্রজ্বালিত হবেন প্রতিটি বাঙালির হৃদয়ে। বিশ্বের প্রতিটি মুক্তিকামী, শান্তিকামী, মানবতাবাদীর হৃদয়ে তিনি চিরঞ্জীব। সেটাই হবে বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা ও সম্মান।

গত শুক্রবার বিকালে নগরের দোস্তবিল্ডিং কার্যালয়ে মুক্তিযুদ্ধের প্রজন্মণ্ডবৃহত্তর চট্টগ্রাম আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প?্যানেল চেয়ারম্যান নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল, চট্টগ্রাম জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা সাংবাদিক প্রীতম দাশ। অ্যাডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন সংগঠনের প্রশক্ষণবিষয়ক সম্পাদক অনিমেষ পালিত অরণ?্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত