ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

৫৩ লাখ টাকার বালিশ!

৫৩ লাখ টাকার বালিশ!

ভালো বালিশের জন্য বাড়তি টাকা খরচ করে থাকেন অনেকে। তবে বিশ্বের সবচেয়ে দামি ও উন্নত বালিশে ঘুমাতে চাইলে একজনকে খরচ করতে হবে ৫৭ হাজার ডলার বা ৫৩ লাখ টাকা। সম্প্রতি এমন বালিশ তৈরি করে আলোড়ন তুলেছেন ডাচ ডিজাইনার ভ্যান ডার হিলস্ট। তার তৈরি বিশ্বের সবচেয়ে দামি বালিশের নাম ‘টেইলরমেড পিলো’। বলা হচ্ছে, এ বালিশ যে কাউকে দিতে পারে আরামদায়ক ঘুমের নিশ্চয়তা। দামি এই বালিশের ভেতর দেওয়া হয়েছে মিসরীয় তুলা। এর কাপড় তুত সিল্কের তৈরি। এতে ২৪ ক্যারেট সোনার আবরণ রয়েছে ও জিপারে রয়েছে ২২ ক্যারেটের একটি নীলকান্তমণি ও চারটি হীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত