ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হাটহাজারির রাজচন্দ্র সড়কের বেহাল দশা, চলাচলে দুর্ভোগ

হাটহাজারির রাজচন্দ্র সড়কের বেহাল দশা, চলাচলে দুর্ভোগ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার রাজচন্দ্র সড়কের বেহাল দশা। এতে করে জনদুর্ভোগ চরম আকারে ধারণ করেছে। জানা যায়, হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বাসস্টেশন লাগোয়া পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ান নগর বাড়ৈইপাড়া সড়কটি প্রায় ৯০০ মিটার দৈর্ঘ্যরে রাজচন্দ্র সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন, সাধারণ জনগণ ও শিক্ষার্থী চলাচল করে থাকে। দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটি সংস্কারের অভাবে এ অবস্থা হয়ে পড়ে বলে স্থানীয়রা জানান। এ রাজচন্দ্র সড়ক দিয়ে ঈদগাঁ, সুজানগর, মৌলভীপাপাড়া, মিয়াজীপাড়া, খেরুপাড়াসহ বেশ কয়েকটি যোগাযোগ ব্যবস্থার সহজ মাধ্যম। বর্ষা মৌসুমে প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা, মাদ্রাসার কোমলমতি শিশুরা চলাচল করতে কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নেওয়ার সময় বিঘ্ন সৃষ্টি হয়। সড়কটি প্রস্থ কম থাকায় প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ে যানবাহন। স্থানীয় মোহাম্মদ ইয়াছিন ও রবীন্দ্র বলেন, রাজচন্দ্র সড়কটি এলাকার জনগণের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকারে ধারণ করে। দ্রুত সড়কটি সংস্কার না করলে ভবিষ্যতে এ সড়ক দিয়ে চলাচল করতে সীমাহীন কষ্টসাধ্য হয়ে পড়বে। এদিকে ওয়ার্ডের সহায়ক সদস্য হাজী মো: রফিকুল হাসান জানান, এ সড়কটি সংস্কারের জন্য পৌর প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে অবগত করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার হবে।

এ বিষয়ে পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন জানান, আমরা এই সড়কটি ড্রেন প্রশস্তকরণসহ একটি বাজেট প্রস্তুত করেছি। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

এ বিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান জানান, রাস্তাটি আগামী সভায় পাস হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে চলাচল উপযোগী করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত