ভারি বর্ষণ
চট্টগ্রামে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে ভারি বর্ষণে পাহাড় ধসে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার নগরীর ষোলশহরে পাহাড় ধসে মৃত্যু হয় বাবা-মেয়ের। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনির ভেতরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও বিবি জান্নাত (৭ মাস)। বায়েজিদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনকে মাটিচাপা পড়া অবস্থায় উদ্ধার করি। চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। পরবর্তীতে উদ্ধার অভিযান শুরু হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাঁচলাইশের আইডব্লিউ কলোনির ভেতরে পাহাড় ধসে আহত চারজনকে হাসপাতালে আনা হলে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যারা নিয়ে আসেন, তাদের দেওয়া তথ্য মতে, ভারি বর্ষণের ফলে পাহাড় ধসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত শনিবার রাত ১২টা থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত ৮ ঘণ্টায় ৭৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসের শুরুতেও টানা বর্ষণে চট্টগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রাণহানির পাশাপাশি দুর্ভোগে পড়েছিল লাখো মানুষ। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তিন সপ্তাহের ব্যবধানে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মাহমুদুল আলম।