ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে ডেঙ্গু বাড়ছে উদ্বেগজনক হারে

কক্সবাজারে ডেঙ্গু বাড়ছে উদ্বেগজনক হারে

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েই চলছে। জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে এসে ডেঙ্গু আক্রান্তের হার বেড়েছে ৬.২৫ শতাংশ। যেখানে জুলাই মাসের ৩১ দিনে কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৩ হাজার ২৫২ জন। অথচ আগস্ট মাসের ২৭ দিনে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫২০ জন। আক্রান্তের বিবেচনায় জুলাই মাসে আক্রান্তের হার ছিল ১০.৪৯ শতাংশ। অথচ আগস্ট মাসের প্রথম ২৭ দিনে আক্রান্তের হার ১৬.৭৪ শতাংশ।

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে দেয়া এক তথ্য বিবরণীতে বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য বিবরণী মতে, গত এক সপ্তাহে কক্সবাজারে ডেঙ্গু রোগে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬৮ জন, যার মধ্যে ১ হাজার ২৯৭ জন রোহিঙ্গা এবং ২৭১ জন স্থানীয় বাসিন্দা।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত কক্সবাজারে মোট ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ১০ হাজার ২২৬ জন, যার মধ্যে ৮ হাজার ৫৩৮ জন রোহিঙ্গা ও ১ হাজার ৬৮৮ জন স্থানীয় রয়েছেন। কিন্তু সাত দিন আগে ২১ আগস্টের দেয়া তথ্য বিবরণীতে দেখা যায়, কক্সবাজার জেলায় মোট ৮ হাজার ৬৫৮ জন ডেঙ্গু আক্রান্ত ছিলেন। যেখানে রোহিঙ্গা ছিলেন ৭ হাজার ২৪১ জন ও স্থানীয় ছিলেন ১ হাজার ৪১৭ জন।

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ ফাহিম আহমদ ফয়সাল জানিয়েছেন, জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন রোহিঙ্গা ও ২ জন স্থানীয়। গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ জন।

তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত বিবেচনায় রোহিঙ্গা ক্যাম্প ও তার আশে-পাশের এলাকা ক্রমাগত অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৭৪ জন। যেখানে রোহিঙ্গা ৮ হাজার ৩৪২ জন এবং স্থানীয় ১ হাজার ১৩২ জন। গত ২১ আগস্ট পর্যন্ত উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১৩ জন। যেখানে রোহিঙ্গা ৭ হাজার ৭২ জন ও ৯৪১ জন স্থানীয় বাংলাদেশী। এ পরিসংখ্যা মতে, গত ৭ দিনে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক নতুন করে ১ হাজার ৪৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যেখানে ১ হাজার ২৭০ জন রোহিঙ্গা এবং ১৯১ জন স্থানীয় বাংলাদেশী আক্রান্ত হয়েছেন।

এর বাইরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭৫২ জন। যেখানে ৫৫৬ জন স্থানীয় বাংলাদেশি এবং ১৯৬ জন রোহিঙ্গা। গত ১ আগস্টের প্রতিবেদনে মোট আক্রান্ত ছিল ৬৪৫ জন। যেখানে ৪৭৬ জন স্থানীয় বাংলাদেশি এবং ১৬৯ জন রোহিঙ্গা ছিল। জেলা সদর হাসপাতালে গত ৭ দিনে নতুন করে ১০৭ জন আক্রান্ত হয়েছেন। যেখানে ৮০ জন স্থানীয় বাংলাদেশি ও ২৭ জন রোহিঙ্গা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ডা. শাহ ফাহিম আহমদ ফয়সাল জানিয়েছেন, আক্রান্তের বিবেচনায় রোহিঙ্গা ক্যাম্পের ১, ১ (পশ্চিম), ১ (পূর্ব) ৪, ৯, ১৭ নম্বর ক্যাম্পে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়া কক্সবাজার পৌরসভা, চকরিয়ায় অধিকসংখ্যক রোগী পাওয়া যাচ্ছে। বন্যা-পরবর্তি গত ৩ সপ্তাহে এমন বিষয়টি দেখা যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত