সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ
সামাজিক মাধ্যমে চলছে প্রচারণা
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লিটন ইসলাম
আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ সফল করতে মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করতে স্ব স্ব ইউনিটকে এরই মধ্যে নির্দেশ দিয়েছে সংগঠনটি। ছাত্রলীগের দপ্তর সেল জানায়, ছাত্র সমাবেশ সফল করতে নানা উদ্যোগ হাতে নিয়েছে ছাত্রলীগ। এ লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতি ও বর্ধিত সভা সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে ২৯৮ সদস্য বিশিষ্ট ১৮টি উপকমিটি গঠন করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠিত হয়েছে। গত রোববার সমাবেশ সফল করতে স্ব স্ব ইউনিটকে বিভিন্ন নির্দেশনাও দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ছাত্রলীগের প্রতিটি কর্মী এই সমাবেশের খবর ছড়িয়ে দিতে আত্মনিয়োগ করবে, রোদণ্ডবৃষ্টি-ঝড় উপেক্ষা করবে, রোগ-শোক-ব্যথাকে ভুলে যাবে। ছাত্রলীগই পেরেছে, ছাত্রলীগই পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটকে স্ব স্ব ইউনিটে মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং লিফলেট বিতরণের নির্দেশ দেয়া হলো।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’ নামে ফেসবুকে একটি ইভেন্ট খুলেছে সংগঠনটি। এছাড়া, দেশের বিভিন্ন জায়গায় ‘চলো চলো ঢাকা চলো’ লেখা সম্বলিত পোস্টার বিতরণ করা হচ্ছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও সমাবেশের বিভিন্ন আপডেট দিচ্ছেন।
এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং সমাবেশ উপলক্ষ্যে গঠিত তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য মুসান্না আল গালিব আলোকিত বাংলাদেশকে বলেন, ছাত্র সমাবেশ উপলক্ষ্যে দেশজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। যে যার প্রোফাইল থেকে বিভিন্ন আপডেট দিচ্ছে। শুধু তাই নয়, সমাবেশের উপরে ভিডিও ডুকমেন্টারি বানানো হচ্ছে। ফেসবুকে ইভেন্ট খোলা হচ্ছে।’ চলো চলো ঢাকা চলো’ এই স্লোগানে মুখরিত হয়ে গেছে সারাদেশ।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আলোকিত বাংলাদেশকে বলেন, ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে, ছাত্র সমাজের দ্বারে দ্বারে গিয়ে সমাবেশের বিষয়ে প্রচার প্রচারণা চালাতে। এ ক্ষেত্রে মাইকিং করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া, লিফলেট বিতরণসহ বিভিন্নভাবে ছাত্রসমাজকে আগামী এক তারিখের সমাবেশে উপস্থিত হতে উদ্বুদ্ধ করার কথা বলা হয়েছে।
সমাবেশ সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান ইনান। তিনি বলেন, ‘ছাত্র সমাবেশ সফল করতে আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে।’ এদিকে ৫ লাখ শিক্ষার্থীর উপস্থিতিতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। গত শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় উপহার দিতে শপথ নেবে দলটির নেতাকর্মীরা।