ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ডিজির উপহারের নতুন ঘর

পেয়ে খুশি অসহায় ভিডিপি নারী সদস্য বেদানা

পেয়ে খুশি অসহায় ভিডিপি নারী সদস্য বেদানা

শ্বশুরের বসতভিটায় জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করতেন অসহায় ভিডিপি সদস্য বেদানা (২৮)। বৃদ্ধ শাশুড়ি, স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে এই ঘরে বসবাসে তার কষ্টের সীমা ছিল না। বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ত। ঘরের বেড়া ছিল ভাঙাচোরা। ভাঙাচোরা বেড়া ও চাল ভেদ করে প্রখর রোদ ঢুকে যেত ঘরের মধ্যে। শীতের দিনে হিমেল হাওয়ার দাপটে ঘরে বসবাস করা ছিল কষ্টসাধ্য। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো মৌসুমেই বসতঘরটি বসবাসের উপযোগী ছিল না। অবর্ণনীয় দুঃখণ্ডকষ্টের মধ্যদিয়ে তিনি পরিবার-পরিজন নিয়ে এই ঘরে বসবাস করতেন। বলছিলাম অসহায় ভিডিপি সদস্য বেদানার কথা। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার সরদার পাড়া গ্রামের মো. জাহিদুল ইসলামের স্ত্রী।

বসবাসের দুঃখ কষ্ট লাঘবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক তাকে একটি সেমিপাকা নতুন ঘর উপহার দিয়েছেন। ঘর পেয়ে খুশি বেদানা বলেন, আমি পিডিপি সদস্য হিসেবে মাসে ২৫০০ টাকা সম্মানী পাই। আমার স্বামী গরুর ব্যবসা করেন। আমাদের দুজনের আয় দিয়ে নতুন ঘর করা সম্ভব ছিল না। আমাদের বসবাসের চরম দুর্ভোগের কথা জানতে পেরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক স্যার আমাকে একটি সেমিপাকা ঘর উপহার দিয়েছেন। এই ঘরে দুইটি রুম, একটি বাথরুম, একটি গোসলখানা ও বারান্দা রয়েছে। সেই সাথে একটি বিশাল পানির ট্যাংকি দিয়েছে। সুন্দর এই ঘরটি পেয়ে আমি খুবই খুশি। পরিবার-পরিজন নিয়ে এখানে সুন্দরভাবে বসবাস করতে পারব। এজন্য আমাদের মহাপরিচালকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছেন বিধায় এটি সম্ভব হয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি। বেদানার প্রতিবেশী টঙ্গিপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. চাঁন মিয়া শেখ বলেন, পরিবারটি একটি ভাঙাচোরা ঘরে অবর্ণনীয় কষ্টের মধ্যে বসবাস করত। অসহায় এ পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী। তাদের একটি ঘর উপহার দিয়েছে। এই ঘর পেয়ে তাদের বসবাসের দুঃখণ্ডকষ্ট লাভবান হয়েছে।

তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালককে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি বলেন, আমাদের বাহিনী প্রধান মেজর জেনারেল একেএম আমিনুল হক মানবিক হৃদয়ের মানুষ। তিনি সারাদেশের অসহায় ও দুস্থ ভিডিপি সদস্যদের জন্য নতুন ঘর উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন।

এ পরিকল্পনার অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় তিনি পাঁচজন অসহায় ও দুস্থ ভিডিপি সদস্যকে নতুন ঘর করে দেওয়ার কার্যক্রম হাতে নেন। গত সোমবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া উপজেলার সরদার পাড়া গ্রামে অসহায় ভিডিপি নারী সদস্য বেদানার কাছে একটি নতুন ঘর হস্তান্তর করেছেন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় আরো চারটি ঘর নির্মাণাধীন রয়েছে। কমিটির মাধ্যমে দুস্থ ও অসহায় ভিডিপি সদস্যদের চিহ্নিত করে তাদের ঘর দেওয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। এর মধ্যদিয়ে দুস্থ ও অসহায় ভিডিপি সদস্যরা মনোরম ঘরে থাকার সুযোগ পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত