ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জাতির পিতার সমাধিতে ওজোপাডিকো এমডি’র শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে ওজোপাডিকো এমডি’র শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএইচএম মহিউদ্দিন শ্রদ্ধা নিবেদন করেছেন।

গতকাল বুধবার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানান। তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান এই নেতার স্মৃতির প্রতি সম্মানপ্রদর্শন করেন। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের কালরাতে ঘাতকের বুলেটে শাহাদাৎবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। পরে বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএইচএম মহিউদ্দিন। সেখানে তিনি শোক বইতে স্বাক্ষর করেন।

এ সময় নির্বাহী পরিচালক (পরিচালন) প্রকৌশলী শামচুল আলম, নির্বাহী পরিচালক (পিএনডি) প্রকৌশলী মো. আখেরুল ইসলাম, নির্বাহী পরিচালক (অর্থ) এএনএম মোস্তাফিজুর রহমানসহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত