ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার

বাংলাদেশের করভী রাখসান্দও পেলেন

বাংলাদেশের করভী রাখসান্দও পেলেন

র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের জাগোফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ। গতকাল বিভিন্ন দেশের চারজনকে এই পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেয় র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। এই পুরস্কারকে এশিয়ার নোবেল হিসেবে বিবেচনা করা হয়।

এশিয়ার এই সর্বোচ্চ পুরস্কারটি পাবলিক সার্ভিস থেকে শুরু করে সামাজিক উদ্ভাবনী কার্যক্রমে অবদান রাখার জন্য দেয়া হয়। এ বছর কয়েকটি ক্যাটগরিতে মোট চারজনকে এই পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন- ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ ও বাংলাদেশের করভী রাখসান্দ। গতকাল তাদের নাম ঘোষণা করা হলেও মূল অনুষ্ঠান হবে ফিলিপাইনের ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আগামী ১১ নভেম্বর। ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েব সাইটে বলা হয়েছে, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় করভী রাখসান্দকে এই পুরস্কার দেয়া হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে মোট ১২ জন এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ক্যাথলিক ধর্মযাজক রিচার্ড উইলিয়াম টিম, দিদার কমপ্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন, বেসরকারি সংগঠন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বেসরকারি সংগঠন সিডিডির নির্বাহী পরিচালক এএইচএম নোমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও বিজ্ঞানী ফেরদৌসী কাদরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত