ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইউক্রেনে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত

নিহত ছয়
ইউক্রেনে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রুশ বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর সময় তাদের দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।

গত বুধবার সামাজিক যোগযোগমাধ্যম টেলিগ্রাম পোস্টে ইউক্রেন সামরিক বাহিনী জানায়, রাশিয়া নিয়ন্ত্রিত শহর বাখমুতে গত মঙ্গলবার অভিযানে অংশ নিয়েছিল ইউক্রেনের সেনাবাহিনীর দুটি এমআই-৮ হেলিকপ্টার।

ইউক্রেনীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বাখমুতের কাছে ক্রামাতোর্স্কে হেলিকপ্টার দুটি ধ্বংস হয়। পরে ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। হেলিকপ্টার দুটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। খবর আল জাজিরা।

ইউক্রেন বিমান বাহিনীর মুখপাত্র ইয়েভহেন রাকিতা জানিয়েছেন, ওই দুটি হেলিকপ্টারে যারা ছিলেন তারা সবাই কর্মকর্তা ছিলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত