ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আেলমাস শেখ (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। আলমাস ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আজিজুর এলাকার মো. করিম শেখের ছেলে।

গতকাল সকালে পুলিশ সুপার কার্যালয় মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক বিক্রেতা জানায়, সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদককারবারি ও সেবনকারীদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯ লাখ টাকার মতো। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে এবং চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত