বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে ব্যাপক শোডাউন

এই আন্দোলনে জনগণ জয়ী হবেই

বললেন মঈন খান

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা জেল-জুলুম, গুমণ্ডখুন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়; কিন্তু এদেশের মানুষ তা হতে দেবে না। গতকাল শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালিপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শহীদ জিয়া বিএনপি গঠন করেছিলেন। এ সরকার আজ গণতন্ত্র লুণ্ঠন করেছে। তা ফিরিয়ে আনার জন্য আমরা একদফা আন্দোলন করছি। তিনি আরো বলেন, আজকে এই প্রতিষ্ঠার দিন আমাদের জন্য আনন্দের হলেও আমাদের মূল লক্ষ্য রাজপথ। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপি রাজপথ ছাড়বে। তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনে জনগণ জয়ী হবেই। গতকাল শুক্রবার বিকাল ৪টায় র‌্যালি শুরু হয়। আনুষ্ঠানিকভাবে র‌্যালির শুভ উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। র‌্যালিটি নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটর ডেম কলেজ, মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হয়। র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান। এছাড়া মঞ্চে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুল সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে বিদেশিদের কাছে না হলেও দেশের ১৮ কোটি মানুষের কাছে সরকারকে মাথা নত করতেই হবে। ১৮ কোটি মানুষের কাছে এই সরকারের সমর্থন নেই। বিদেশিদের কাছে মাথা নত করল কি করল না এটা বিএনপির মাথাব্যথা নয়।

সরকার এখন অন্তিম অবস্থায় বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর কিছু করার নেই। অন্তিম অবস্থায় তার সরকার। এই আওয়ামী লীগ সরকার এখন আইসিইউতে চলে গেছে। রিজভী বলেন, এ সরকার ক্রসফায়ারের মাধ্যমে জনির মতো আমাদের অনেক তরুণ নেতাকর্মীদের হত্যা করেছে। ব্যাংক লুট করেছে, রিজার্ভ চুরি করেছে। কোনোটাই বাদ রাখেনি, ছাত্রলীগ-যুবলীগ সব অপকর্মই করেছে।