ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

২১ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

২১ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল শনিবার বিকালে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। জসিম উদ্দিন (৪৯), একই থানার দৌলতপুর এলাকার বাদশা মিয়ার ছেলে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, লোকমান হত্যা মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে ভুজপুর থানার কাজীরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত