ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জাল নোট তৈরি চক্রের মূলহোতা গ্রেপ্তার

জাল নোট তৈরি চক্রের মূলহোতা গ্রেপ্তার

বিপুল পরিমাণ জাল নোটসহ রনি ওরফে রনুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, রনি জাল নোট তৈরি একটি চক্রের মূলহোতা। গত শুক্রবার রাতে ঢাকার সাভার, আশুলিয়া ও ময়মনসিংহের ভালুকা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, সাভার, আশুলিয়া ও ময়মনসিংহের ভালুকা এলাকায় অভিযান চালিয়ে রনি ওরফে রনুকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় চক্রের আরো চারজনকে। অভিযানে তাদের কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত