ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে এবার চালু হচ্ছে আধুনিক প্রযুক্তির স্কুলবাস

চট্টগ্রামে এবার চালু হচ্ছে আধুনিক প্রযুক্তির স্কুলবাস

চট্টগ্রামে এবার চালু হচ্ছে উন্নত দেশগুলোর মতো আধুনিক প্রযুক্তির স্কুল বাস। চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বন্দর নগরী চট্টগ্রামের রুটে চালু হতে যাচ্ছে এসব বাস। এ লক্ষ্যে জেলা প্রশাসন ৭৮ আসনবিশিষ্ট ১০টি ডাবল ডেকার স্কুল বাসকে স্মার্ট বাসে রূপান্তরিত করার প্রকল্প হাতে নিয়েছে। এরইমধ্যে বাসগুলো শহরের পাঁচটি রুটে চলাচল করছে। বাসগুলোকে আধুনিক প্রযুক্তি সংবলিত করার জন্য একটি অ্যাপ বানানোর কাজও চলছে।

ওই অ্যাপে বাসে ওঠার পর শিক্ষার্থীর স্মার্ট কার্ডের সংকেতে চলা শুরু করবে বাসের চাকা। বার্তা যাবে অভিভাবকদের ডিভাইসে। যাতে লিখা থাকবে বাস ছাড়ার জায়গা ও সময়। শিক্ষার্থীরা বাস থেকে নামলে অভিভাবকদের ডিভাইসে আরো একটি বার্তা যাবে, যাতে লেখা থাকবে বাস থেকে নামার সময় ও অবস্থান। এছাড়া অভিভাবকরা বাসে ইনস্টল করা আইপি ক্যামেরার মাধ্যমে তাদের সন্তানদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারেন। একইসঙ্গে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাসের অবস্থান ট্র্যাক করতে পারেন। নিজেদের কাছে থাকা স্মার্ট কার্ডের ছোঁয়াতেই এখন থেকে ভাড়া পরিশোধ করতে পারবে শিক্ষার্থীরা। বিকাশ বা নগদের মতো পরিচিত প্লাটফর্মের মাধ্যমে রিচার্জযোগ্য এই স্মার্ট কার্ডগুলো।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার জামশেদ আলম রানা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে চালু করা হচ্ছে স্কুল বাস। আমরা স্কুল বাসগুলোকে স্মার্ট স্কুল বাসে রূপান্তরিত করার জন্য দেশব্যাপী প্রতিযোগিতার অংশ হিসেবে এটুআইয়ের কাছে একটি প্রকল্প জমা দিয়েছি। প্রতিযোগিতায় জিতলে স্মার্ট স্কুল বাস প্রকল্প বাস্তবায়নের জন্য ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। একটি বাসকে স্মার্ট বাসে রূপান্তর করতে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে। অ্যাপস তৈরি এবং শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন চলছে। সমস্ত প্রক্রিয়া শেষ করতে এবং পরিষেবাটি চালু করতে এক থেকে দুই মাস সময় লাগবে। এরপর চালু হবে স্কুল বাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত