ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইউনূস ইস্যুতে বিদেশিদের চিঠি নীতিজ্ঞান বিবর্জিত : ঢাবি ভিসি

শিক্ষক সমিতির উদ্বেগ
ইউনূস ইস্যুতে বিদেশিদের চিঠি নীতিজ্ঞান বিবর্জিত : ঢাবি ভিসি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে চলমান মামলা স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া বিশ্বের বিভিন্ন দেশের নোবেলজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের ১৬০ ব্যক্তির চিঠির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই চিঠিকে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ দাবি করে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। চিঠি প্রদানকারী এসব ব্যক্তিকে নীতিজ্ঞান বিবর্জিত বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য বলেন, প্রতিটি সমাজেই কিছু মানুষ থাকেন যে মানুষগুলো নীতিজ্ঞান বিবর্জিত এবং তারা অনেক সময় নানাভাবে প্রলোভনের মুখে পড়ে অন্যায়ের পক্ষে অবস্থান নেয়। আমার ধারণা, এই ব্যক্তিরা যারা আন্তর্জাতিকভাবে ১৬০ জন বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের বিচার প্রক্রিয়াধীন বিষয় নিয়ে তারা নীতিজ্ঞান বিবর্জিত কিছু মানুষ। আমার ধারণা, নিঃসন্দেহে এই মানুষগুলো লবিস্ট হিসেবে ভূমিকা পালন করছেন। তাদের হয়তোবা কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, কোনো রাজনৈতিক দল ও সংগঠন অথবা কোনো ব্যক্তি অর্থের বিনিময়ে নিয়োগ করেছেন। সে কারণেই আজকে তারা দুর্নীতির পক্ষেই অবস্থান নিয়েছেন; অন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে উপাচার্য এসব কথা বলেন। ড. ইউনূস ইস্যুতে ১৬০ বিশ্বনেতার দেয়া চিঠির প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, তবে এমনো কিছু মানুষ আছেন যাদের নিজেদের দেশ, দেশমাতৃকা, মূল্যবোধ, সংস্কৃতি, গৌরব ও অর্জনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা থাকে না। যে মানুষগুলোর নাম এখানে উচ্চারিত হচ্ছে, যাকে নিয়ে আবর্তন হচ্ছে, তাদের কখনো আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ কিংবা অসাম্প্রদায়িক কোনো অনুষ্ঠানে বক্তব্য প্রদান করতে দেখবেন না। কারণ, এই মানুষগুলো ব্যবসায়িক দৃষ্টিতে পর্দার অন্তরালে থেকে নানা ধরনের পরিস্থিতির সুযোগে তারা স্বার্থ হাসিল করায় নিয়োজিত থাকে এবং এই স্বার্থ হাসিলের সুরক্ষা হিসেবে তারা আন্তর্জাতিকভাবে অন্য মানুষদের হায়ার (ভাড়া) করে থাকেন; লবিস্ট নিয়োগ করে থাকেন। আমার ধারণা, যারা এই দেশে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সেই মানুষগুলো, প্রতিষ্ঠান বা দল সুরক্ষা পাওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের জন্য কৌশল গ্রহণ করেছেন এবং এটি ভাবার কোনো কারণ নেই যে এটি আমাদের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বিচারব্যবস্থার ওপর একটি হস্তক্ষেপ।

উপাচার্য আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরনের অন্যায় দাবি ও অন্যায় হস্তক্ষেপ দূর করেই সামনের দিকে দেশকে এগিয়ে নিয়েছেন এবং এক্ষেত্রেও তাই ঘটবে। কেন না, ইতোপূর্বেও যে সব উন্নয়নমূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য নানা ষড়যন্ত্র সংঘটিত হয়েছিল; সেই ষড়যন্ত্রেও কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জড়িত ছিলেন। আমরা সরকারের প্রতি অনুরোধ করবো, এই ধরনের অপশক্তি যারা আমাদের আইনের শাসনকে ব্যাহত করার নানা অপপ্রয়াস গ্রহণ করে এবং যারা দুর্নীতির পক্ষে অবস্থান নিবে তাদের সেসব ষড়যন্ত্র নস্যাৎ করে আইনি প্রক্রিয়া অনুসরণ করে, আইনের শাসনের সুউচ্চ মর্যাদায় অবস্থান করে একটি সত্য ও সুন্দর দেশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করা খুবই জরুরি কাজ।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, দেশের নাগরিক সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৬৬ জন শিক্ষক এবং ৫০ সংবাদপত্রের সম্পাদক যেসব বিবৃতি দিয়েছেন সেগুলো অত্যন্ত সুলিখিত ও লক্ষভেদী। এই দুঃসময়ে সেই বিবৃতিগুলোর আমি ভূয়সী প্রশংসা করি। ড. ইউনূসের গতিবিধি, বক্তব্য ও তার কাজকর্ম আমরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছি। তার টার্গেট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ। ইউনূসের বিরুদ্ধে ১৬৮টি মামলা রয়েছে। তার মধ্যে দুটি হচ্ছে ফৌজদারি মামলা। বাকিগুলো কর ফাঁকিসহ নানান মামলা। গ্রামীন টেলিকমের মামলা রয়েছে ৬৪টি। গ্রামীণ কল্যাণের মামলা রয়েছে ৬৯টি, গ্রামীণ কমিউনিকেশন ২৫টি, গ্রামীণ ফিশারিজ আটটিসহ ১৬৮টি মামলা রয়েছে। এখন প্রশ্ন হলো- এই মামলাগুলো কে করেছে? এই মামলাগুলো করেছে তারাই, যারা ড. ইউনূসের প্রতিষ্ঠানে কাজ করতেন। সরকার তো তার বিরুদ্ধে কোনো মামলা করেনি। তাহলে কি কারণে না জেনে, না বুঝে বিশ্ববরেণ্য ১৬০ জন ব্যক্তি বিবৃতি দিলেন। তিনি বলেন, ১৯৯৮ সালের আগস্ট মাস থেকে ১৯৯৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত কিস্তি বাকি পড়ায় তিনি দরিদ্র মানুষের বিরুদ্ধে ১৩ হাজার সার্টিফিকেট মামলা করেছিলেন। ওই সময় অনেক দরিদ্র মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছেন। তিনি ১৩ হাজার মামলা করার পরও বিবৃতি দিয়েছেন আইনের চোখে সবাই সমান। তাহলে তিনি কি আইনের চোখে সমান নন? আমাদের সংবিধানের ২৭নং অনুচ্ছেদ অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইনের সমান আশ্রয় লাভকারী। কাজেই ইউনূসের অপনৈতিক কাজকর্মের বিরুদ্ধে যারা মামলা দায়ের করেছেন তাদেরও আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। আইনের উপর ভিত্তি করে এ মামলাগুলো ফয়সালা হবে সেটিই কাম্য।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, আমাদের বিচারব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ড. ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের নোবেল বিজয়ী, রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একটি বিবৃতি দিয়েছেন। আন্তর্জাতিকভাবে যে বিবৃতি বা খোলা চিঠি দেয়া হয়েছে সেটা যদি কেউ পড়ে থাকে, তাহলে দেখবে এখানে বিচার প্রক্রিয়া স্থগিত করতে, বন্ধ করে দেয়ার কথা বলা হয়েছে। বিচার একটি চলমান প্রক্রিয়া; যে চলমান প্রক্রিয়ার মাধ্যমে ড. ইউনূসকে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা শ্রমিকদের দেয়ার জন্য শ্রম আদালতে রায় হয়েছে। ৪৫০ কোটি তিনি অলরেডি প্রদান করেছেন। ট্যাক্স ফাঁকির জন্য ১২ কোটি টাকা প্রদান করেছেন এবং এসব তিনি মেনেও নিয়েছেন।

তিনি আরো বলেন, তিনি ইউনূস সেন্টার থেকে বিবৃতি পাঠান। তিনি ব্যবহার করেন ওয়াশিংটন পোস্ট, বিদেশি সংবাদকর্মীদের সাথে তিনি কথা বলেন; বাংলাদেশের সংবাদ মাধ্যম ব্যবহার করেন না। বাংলাদেশের সংবাদকর্মীরা কি অস্পর্শ হয়ে গেছে? তিনি কি এদেশের মানুষ, সংবাদকর্মীদের কাছে তার বক্তব্য থাকলে তা ব্যাখ্যা করতে পারেন না? কেন করছেন না তিনি? এসব কারণে আমরা মনে করি, ড. ইউনূস গোপন করতে চাচ্ছেন এবং গোপন করতে চাচ্ছেন বিধায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দিয়ে তিনি বিচারব্যবস্থার ওপর চাপ প্রয়োগ করতে চাচ্ছেন। অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার ওপর চাপ প্রয়োগ করতে চাচ্ছেন। একটি দেশের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অর্থই হলো দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনা। আপনি কেন শহীদ মিনারে যান না? কেন স্মৃতিসৌধে যান না? কেন আপনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে চান না? এগুলো কি দেশপ্রেমের অংশ নয়? আপনার কি দেশপ্রেম আছে? যদি আপনার দেশ প্রেম থাকত, তাহলে কোটি কোটি টাকা খরচ করে এতগুলো মানুষকে দিয়ে আপনি বিজ্ঞাপন দিতেন না। আপনার কাছে যদি ম্যাটারিয়ালস থাকত, তাহলে তো সেখানে খবর হতো। অর্থ দিয়ে বিজ্ঞাপন ছাপানো ছাড়া আর কোনো প্রক্রিয়ায় আমরা আপনাকে অগ্রসর হতে দেখিনি। আপনাকে বলব, বাংলাদেশে সুবিচারের ব্যবস্থা এখনো রয়েছে। আপনি বাংলাদেশের নাগরিক। আপনি এদেশের সুবিধা গ্রহণ করে বড় হয়েছেন। আপনি এদেশের মানুষের জন্য কাজ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়া রহমান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, সাবেক প্রক্টর অধাপক ড. একেএম গোলাম রব্বানী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, কবি জসীম উদ্দিন হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ শাহীন খান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বিল্লাল হোসেন, প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত