ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবকাশকালীন ছুটি

বিচারকার্য পরিচালনায় হাইকোর্টে ২৬ বেঞ্চ

বিচারকার্য পরিচালনায় হাইকোর্টে ২৬ বেঞ্চ

৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শুরু হওয়া অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য দুই পর্বে ২৬টি বেঞ্চ গঠন করে দেয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের স্বাক্ষরে গত ৩১ আগস্ট এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রথম পর্বের জন্য ১৫টি অবকাশকালীন বেঞ্চ : ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্বের জন্য প্রধান বিচারপতি ১৫টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে ১২টি দ্বৈত ও তিনটি একক বেঞ্চ।

দ্বিতীয় পর্বের জন্য ১১টি অবকাশকালীন বেঞ্চ : আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অবকাশের দ্বিতীয় পর্বের জন্য প্রধান বিচারপতি ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে সাতটি দ্বৈত ও চারটি একক বেঞ্চ।

৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত (সুপ্রিমকোর্টের অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি) সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি মামলা-সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন এই ২৬ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত