ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কঁচা নদীর উপর বঙ্গমাতা সেতু

উদ্বোধনের পর এক বছরে আয় সাড়ে ৩ কোটি টাকা

উদ্বোধনের পর এক বছরে আয় সাড়ে ৩ কোটি টাকা

পিরোজপুর জেলার কঁচা নদীর উপরে নির্মিত বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধনের এক বছর পূর্ণ হলো গতকাল। এ সময় সরকারের আয় হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকা বলে জানায় পিরোজপুর সড়ক বিভাগ।

২০২২ সালের ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করেন। এ সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশাল ও খুলনা বিভাগের মধ্যে সরাসরি সড়ক পথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হয়। এছাড়া স্থলবন্দর বেনাপোল, যশোর ও মোংলা পোর্টের সঙ্গে পায়রা বন্দরের ও পর্যটন কেন্দ্র সমুদ্রকন্যা কুয়াকাটার সঙ্গে স্থলপথে নিরবছিন্ন যোগাযোগ গড়ে ওঠে।

বরিশালগামী বাসযাত্রীরা জানান, আগে আমাদের বরিশাল যেতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগত এর মধ্যে ঘাটেই বসে থাকতে হতো ১ ঘণ্টা। আর এখন ব্রিজ চালু হওয়ায় ১ থেকে দেড় ঘণ্টায় আমরা বরিশাল পৌঁছে যাচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি বলেন, বঙ্গমাতা সেতু চালু হওয়ার আগে বেকুটিয়া ফেরিঘাটে যাত্রীদের অনেক ভোগান্তি হতো। অনেক সময় নদীতে স্রোত থাকার কারণে ফেরি বন্ধ থাকত। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা দুর্ভোগে পড়তেন। এ ব্রিজটি ছিল এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।

কাউখালীর শিয়ালকাঠি ইউপি চেয়াম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, এ ব্রিজ বর্তমান সরকারের উন্নয়নের রোল মডেলের একটি অংশ। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে পিরোজপুর স্বরূপকাঠি সড়কে আমরাজুরী ফেরির পরিবর্তে সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির আহম্মেদ বলেন, গত ১ বছরে এ সেতু থেকে সরকারের ৩ কোটি ৫৪ লাখ টাকা আয় হয়েছে। আর এ সময়ে ৪ লাখ ৮ হাজার গাড়ি এ সেতু অতিক্রম করেছে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ ব্রিজটি এ অঞ্চলের মানুষের স্বপ্ন ছিল। এ ব্রিজটির আজ এক বছর পূর্ণ হলো। আমি এ অঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বঙ্গমাতার নামে এ ব্রিজটির নামকরণ করায় তার প্রতি আমরা কৃতজ্ঞ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত