ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার

মেজর (অব.) রফিক
দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার

আওয়ামী লীগ সরকার সবার জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসা সেবাসহ সার্বিক উন্নয়নে কাজ করছে।

গতকাল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সে এসব কথা বলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রতিষ্ঠানগুলো হলো- আবেদীয়া মোজাদ্দিয়া দাখিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, রাজাপুর ছিদ্দিকীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ তলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির চতুর্থতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, টংগীরপাড় (হাটিলা ইউনিয়ন) উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হাজীগঞ্জ পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন। স্বাগত বক্তব্য দেন সুপার মো. আলী মোজাদ্দিয়া। বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির চক্রবর্তী। রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমিতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবিব অরুণ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাসেম। সঞ্চালনা করেন ইউপি য্বুলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার।

রাজাপুর ছিদ্দিকীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানীয়া, ইউপি আওয়ামী লীগের সভাপতি কামাল মজুমদার, য্বুলীগ নেতা তুষার। সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইমলাম। স্বাগত বক্তব্য দেন সুপার আবুল খায়ের। সঞ্চালন করেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ।

টংগীরপাড় (হাটিলা ইউনিয়ন) উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন সরদার। সঞ্চালন করেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ৮নং হাটিলা ইইপি কৃষক লীগের সভাপতি স্যৈম আহম্মেদ মুন্সী। এছাড়া বক্তব্য দেন ইউপি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা।

মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আলী আহম্মেদ ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত