নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে দেখা করেছেন জাপানের তিন এমপি। গতকাল সকালে জাপানের হাউস অব কাউন্সিলর মিস্টার নাকানিশির (এমপি) নেতৃত্বে এটি প্রতিনিধি দল নগর ভবনে মেয়রের সঙ্গে দেখা করে। এ সময় তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারাও ছিলেন। মেয়রের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি জাইকার অর্থায়নে নির্মিত আদমজীর সিদ্ধিরগঞ্জ লেক এবং আড়াইহাজারের জাপানি ইকোনমি (অর্থনৈতিক অঞ্চল) জোন পরিদর্শন করেন।
জাপানের প্রতিনিধি দলে সঙ্গে মিস্টার নাকানিশির (এমপি) ছাড়া আরো ছিলেন, নাকানিশি ইউসুকে হাউস অব কাউন্সিলর সাধারণবিষয়ক কমিটির পরিচালক, মিসেস এরিকো হাউস অব কাউন্সিলর (এমপি) শিক্ষা সংষ্কৃতি ও বিজ্ঞানবিষয়ক কমিটির পরিচালক, মিউরা নোবুহিরো হাউস অব কাউন্সিলর (এমপি) দুর্যোগ-সংক্রান্ত বিশেষ কমিটির চেয়ারম্যান, মিনাগাওয়া কেনিচি প্রধান গবেষক সাধারণবিষয়ক স্থায়ী কমিটির গবেষণা কার্যালয় কাউন্সিলর হাউস, নিশিও মাসুমি সহকারী পরিচালক কাউন্সিলর হাউস, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইডব্লিউএএমএ কিমিনোরি, আজুমায়া কেনজি প্রথম সচিব, কোবায়শি মামি দ্বিতীয় সচিব।
জাপানের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে মেয়র আইভী বলেন, জাইকার মাধ্যমে বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে সেগুলো পরিদর্শন করতে আজকে তারা এখানে এসেছে। এখন নাসিকের যেই কাজ চলছে বা ভবিষ্যতে যা হবে তা নিয়ে তাদের সঙ্গে আলাপ হয়েছে। আসলে বাংলাদেশ এবং জাপানের যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটার আলোকেই আজকে তাদের (প্রতিনিধি দল) এখানে আসা। আমরা আশাকরি ভবিষ্যতে বাংলাদেশ জাপান একসাথে বন্ধুর মতো কাজ করবে। সেইসঙ্গে তারা আমাদের উন্নয়ণে সহযোগিতা করবে। মূলত আমাদের কাজগুলো দেখার জন্যই তারা আজকে এসেছিল, অন্য কিছু নয়।