ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, কংসের জেলখানাসহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। গতকাল সকালে নগরের জেএম সেন হল প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়। এতে অংশ নিতে নগর ছাড়াও শহরতলির বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, লরি নিয়ে ভক্তরা আন্দরকিল্লা, মোমিন রোডসহ আশপাশের এলাকায় জড়ো হন। জন্মাষ্টমী মহাশোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ছেন। ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী হলেও আমরা বাঙালি। আমাদের চিন্তা হতে হবে আমরা মানুষ। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দেশ স্বাধীন করেছিলেন। আ জ ম নাছির আমৃত্যু জন্মাষ্টমী পরিষদের পাশে থাকার ঘোষণা ও ২ লাখ টাকা অনুদান দেন। কোতোয়ালি আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৫ লাখ টাকা অনুদান দেন। অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, আওয়ামী লীগ নেতা শফর আলী, দেবাশীষ পালিত প্রমুখ।

এদিকে হাটহাজারী উপজেলা প্রতিনিধি জানান, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, পাশবিক শক্তি যখন ন্যায়-নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সে শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়-নীতি প্রতিষ্ঠা, সত্যের পালন আর দুষ্টের দমন পালনার্থে এই মানব সমাজে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তিনি গতকাল হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পনিষদ আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহা শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিষদের সভাপতি ডা. অসীম দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন পুন্ডরীক ধামের সাধারণ সম্পাদক কল্পতরু দাস ব্রহ্মচারী ও শ্রীমৎ তাপসানন্দ ব্রহ্মচারী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত