ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় হানিফ

বিদেশিদের দেয়া বিবৃতি অর্থ দিয়ে কেনা

বিদেশিদের দেয়া বিবৃতি অর্থ দিয়ে কেনা

কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, একটি স্বাধীন রাষ্ট্রে একজনের নামে আদালতে মামলা হয়েছে, বিচার চলছে, সেই বিচারের ব্যাপারে অন্য দেশের কোনো নাগরিক বা কোনো কর্মকর্তা কোনো কথা বলতে পারেন না। কারণ ওই সব মানুষ এই বিচার সম্পর্কে কিছুই জানে না। এটা আসলে সরাসরি বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। যে সব ব্যক্তি এই ধরনের বিবৃতি দিয়েছেন এটা আমাদের দেশের মানুষ মনে করে যে, ড. ইউনূসের মামলার বিষয়ে বিদেশিদের বিবৃতি অর্থ দিয়ে কেনা হয়েছে।

গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা, কৃষকদের প্রণোদনা হিসেবে পেঁয়াজ, মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে তারই কর্মচারীরা তাদের নায্য পাওনা আদায়ের জন্য শ্রম আদালতে মামলা করেছে। সেই মামলায় এখন বিচার চলছে। আগামী ডিসেম্বরে বর্তমান সরকারের মেয়াদ শেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, মির্জা ফখরুল সাহেবের এত দিনে শুভবুদ্ধির উদয় হয়েছে। হানিফ আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন তো বর্তমান সরকারের মেয়াদ এমনিতেই শেষ হয়ে যাবে। এটা তো নতুন কিছু নয়। এটা সাংবিধানিক প্রক্রিয়া। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবরা আন্দোলনে ব্যর্থ হয়ে সকাল-বিকাল বিদেশি প্রভূদের কাছে ধরনা দিচ্ছে। বিদেশি প্রভূরা এই দেশের ক্ষমতা পরিবর্তন করতে পারবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত