ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বরিশাল সিটি করপোরেশন

৪৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

৪৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

বরিশাল সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪৪২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৩৮৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, সেই সাথে ২০২২-২৩ অর্থবছরের ১৭১ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ২৮১ কোটি টাকার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি বাজেটে ৩৪৯.৫৬ কোটি টাকা উন্নয়ন কাজে প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে নিজস্ব আয়ে ৬৭ কোটি ও সরকারি বিশেষ বরাদ্দ ৩৬ কোটি ও ২৪৬ কোটি টাকা সরকারি ও বৈদিশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে প্রস্তাব করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় নগরীর বরিশাল ক্লাবে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এই বাজেট ঘোষণা করেন। এ নিয়ে এই মেয়রের ৫ম ও শেষ এবং বরিশাল সিটি করপোরেশনের ২১তম বাজেট ঘোষণা করা হলো।

বাজেট ঘোষণায় মেয়র বাজেটে আয়ের উৎস হিসেবে রাজস্ব খাত থেকে ১২৫ কোটি টাকা, উন্নয়ন খাতে সরকারি অনুদান ৩৬.৫ কোটি টাকা, রাজস্ব খাতে সরকারি অনুদান ১১.৪৫ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প ২৪৬ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। বাজেটে নিজস্ব উৎস থেকে আহরিত ১২৫ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় চার ভাগের এক ভাগ। বাকি সমুদয়,বিভিন্ন প্রকল্প ও সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে। ব্যায়ের খাতে রাস্তা, ড্রেন ব্রিজ ও অবকাঠামো নির্মাণে ১১৯ কোটি, বেতন ভাতায় ৫৩.১৩ কোটি টাকা, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজে ৯৭.৩৯ কোটি টাকা, সামাজিক সুরক্ষায় ৮.২৯ কোটি, খাল ও পুকুর সংরক্ষণে ২৮ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনায় ৭৩ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প হিসেবে ২৪৬ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে রাস্তা ড্রেন, কালভার্ট নির্মাণে ১১ কোটি টাকা, টিবির পুকুর সৌন্দর্য বর্ধনের কাজে ১০ কোটি, ওয়ার্ডভিত্তিক শিশুপার্ক ও কালচারাল সেন্টার নির্মাণ ১০ কোটি টাকা, বঙ্গবন্ধু অডিটরিয়ামের বাকি অংশ নির্মাণ ৩০ কোটি টাকা, রূপাতলী ও বেলতলা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পুনঃস্থাপন প্রকল্প ৫০ কোটি টাকা, জলাবদ্ধতা ও বর্জ্য উন্নয়ন প্রকল্প ৬০ কোটি টাকা, খাল পাড় সংরক্ষণ প্রকল্প ২৫ কোটি টাকা উল্লেখযোগ্য।

বাজেট ঘোষণায় এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের সদ্য যোগদানকৃত সচিব মাসুমা আক্তার, প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একে জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, ৩০টি ওয়ার্ডের কাউন্সিলরসহ সুশীল সমাজের প্রতিনিধি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত