ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কানে ব্যথায় যা করবেন

কানে ব্যথায় যা করবেন

আচমকা কানে অসহ্য ব্যথা শুরু হলো। অথচ ওষুধ, ডাক্তার, কিছুই নেই হাতের কাছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে হয়। বিশেষজ্ঞদের মতে, কানে ব্যথা হয় সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে। পুরোনো সর্দিকাশি থেকেও কানে ব্যথা হতে পারে। আবার গোসল করতে গিয়ে কানে পানি ঢুকে গিয়েও টনটন করতে পারে। কানে ব্যথা কমাতে হলে আগে সংক্রমণ কমাতে হবে এবং তাপর চিকিৎসকের পারামর্শে ওষুধ গ্রহণ করতে হবে। তার আগে প্রচণ্ড যন্ত্রণা কমিয়ে একটু স্বস্তি পেতে ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন। কী করবেন-

গরম সেঁক : কানে গরম সেঁক নিলে প্রবল ব্যথাতে আরাম পাওয়া যায়। কান থেকে পুঁজ বেরোতে দেখলে গরম সেঁক নিন। এতে কানের ভেতরে জমে থাকা পুঁজ বেরিয়ে যাবে, ব্যথার বোধও কম হবে। গরম পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে নিংড়ে নিন। তারপর যে কানে ব্যথা, তার উপরে ভেজা কাপড়টা দিয়ে মিনিট দুই রাখুন। তারপর মাথা অন্যদিকে কাত করে পুঁজটা বেরিয়ে যেতে দিন।

ভিনেগার সলিউশন : ভিনেগারের অ্যাসিড কানের সংক্রমণ কমাতে পারে। সমপরিমাণে সাদা ভিনিগার আর রাবিং অ্যালকোহল নিন একটা পাত্রে। ড্রপার দিয়ে সংক্রমিত কানে দুই-তিন ফোঁটা দিন। ৫ মিনিট শুয়ে থাকুন। তারপর আগের মতোই মাথা অন্যদিকে কাত করে তরলটা কান থেকে বের করে দিন।

কান খোঁচাবেন না : কানে ব্যথা হলে খোঁচাখুঁচি করলে সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কানে কোনোরকম ইয়ারবাড, দেশলাই কাঠি, সেফটিপিন জাতীয় জিনিস ঢোকাবেন না, তাতে সমস্যা আরো জটিল হতে বাধ্য! কান শুকনো রাখুন : গোসলের সময় কানে যেন কোনো রকম পানি ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতেই হবে। গোসলে যাওয়ার আগে কানে পেট্রোলিয়াম জেলি মাখানো তুলো গুঁজে নিন।

নিমের রস : নিমপাতা ভালো করে ধুয়ে থেঁতো করে নিন। নিমপাতার এই রসটা কানে দিতে পারেন। অথবা নিমের তেলে তুলো ভিজিয়ে নিংড়ে কানে কয়েক মিনিট দিয়ে রাখুন। নিমে ব্যথা কমানোর গুণ রয়েছে, যা কান ব্যথা দূর করতেও উপকারী।

রসুনের তেল : অল্প অলিভ অয়েলে এক কোয়া রসুন অল্প থেঁতো করে গরম করুন। তেল গরম হলে ছেঁকে নিয়ে তা সংক্রমিত কানে দুই-তিন ফোঁটা দিন। কয়েকবার এমন করলে একটু আরাম পাবেন। সূত্র : ফেমিনা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত