ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর একটি ডোবা থেকে সামির ও তিশা নামে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ধারণা করা হচ্ছে, ডোবার পাশে খেলতে নেমে পানিতে ডু?বে তাদের মৃত্যু হয়। গতকাল শুক্রবার সকালে আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবায় মরদেহটি দুটি ভাসতে দেখে স্থানীয়দের নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তারা ওই এলাকার অটোরিকশা চালক কামাল হোসেনের ছেলে ও মেয়ে। নারায়ণগঞ্জ সদর নৌ-থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা মাটির ডোবার পাশে খেলা করতে নেমে জমে থাকা পানি পড়ে সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত