বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আসুন সবাই ঐক্যবদ্ধ হই। নেতাকর্মীদের বুকে সাহস নিয়ে রাজপথে নামতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদ বিলুপ্ত করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, এ সরকার জনগণের সবধরনের অধিকার কেড়ে নিয়েছে। তারা আবারও ক্ষমতায় আসতে চায়।
গতকাল বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সামনে সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে গণমিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা কমলাপুর স্টেশন থেকে পীরজঙ্গি মাজার হয়ে আরামবাগ, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে এসে মহানগর দক্ষিণের গণমিছিল নয়াপল্টনে জড়ো হয়। অপরদিকে রামপুরা ডেল্টা হাসপাতাল থেকে শুরু হয়ে গণমিছিলটি হাজীপাড়া, মালিবাগ চৌধুরীপাড়া, মৌচাক, শান্তিনগর হয়ে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে। তবে সরকার যদি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়, তাহলে আমরাও শান্ত থাকব না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের রাজপথে লড়াই করতে হবে। রাজপথেই ফয়সালা করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় গণমিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক
দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।