ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

এক ডিমের দাম দেড় লাখ!

এক ডিমের দাম দেড় লাখ!

একটি ডিম ১ হাজার ৪০০ ডলারে বিক্রি হয়েছে, যার দাম বাংলাদেশি টাকায় ১ লাখ ৫০ হাজার টাকার বেশি। আমরা সাধারণত ডিম যে রকম আকারে দেখি, সেটি তেমন নয়। এই ডিমটি ছিল পুরোপুরি গোলাকার। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউজ রিডার জ্যাকলিন ফেলগেট মেলবোর্নের উলওয়ার্থসের একটি সুপার মার্কেট থেকে ডিম কিনেছিলেন। তিনি বলেন, কার্টনে আমি একটি গোলাকার ডিম পেয়েছিলাম। গুগল দ্রুত বুঝতে পেরেছিল যে ডিমটি বিলিয়নের মধ্যে একটি। ওই নিউজ রিডার আরো বলেন, ডিমটি ১ বিলিয়নের মধ্যে একটি। নিলামে এটির দাম উঠে ১ হাজার ৪০০ ডলার। ডিমটি নিয়ে বিশেষজ্ঞরাও কথা বলেছেন। তারা বলেন, এমন ডিম সাধারণত দেখা যায় না। এটি ১ বিলিয়নের মধ্যে একটি পাওয়া যায়। ডিমটি সামাজিক যোগাযোগমাধ্যমে মজার খোরাক হয়ে ওঠে। মজা করে এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন- বাচ্চাদের এত দামি ডিম না খাওয়াই ভালো। হতভাগ্য মুরগিটি এতদিন এটি লুকিয়ে রেখেছিল বলে মন্তব্য করেছেন আরেকজন। ২০১৩ সালে একটি অক্ষত এলিফ্যান্ট বার্ড ডিম ৬৬ হাজার ৬৭৫ পাউন্ডে বিক্রি হয়েছিল। যেটি ক্রিস্টি নিলাম হাউস নিলামে তুলেছিল। এদিকে ডাইনোসরের ডিমের একটি ভালো নমুনার দাম প্রায় উঠেছিল ১ হাজার ৬০০ পাউন্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত