ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পরিকল্পনা মন্ত্রী

জামায়াতের নিবন্ধন নেই, ওরা নির্বাচন করতে পারবে না

জামায়াতের নিবন্ধন নেই, ওরা নির্বাচন করতে পারবে না

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, জামায়াত একটি জঙ্গি সংগঠন। তাদের নিবন্ধন নেই ওরা আইনতও নির্বাচন করতে পারবে না। তারপরও নির্বাচন কমিশন আছে তারা এ বিষয়গুলো দেখবে। নির্বাচন কমিশন স্বাধীন একটি সংস্থা।

গতকাল সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের (পাঁচতলা) প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, ঋণ খেলাপিরা খুবই খারাপ। আমাদের দেশে ঋণ খেলাপিদের ধরতে আইন আছে। যে ব্যাংক থেকে ঋণ নেয়া হয় ওই ব্যাংক খেলাপিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনা এমএ মান্নান বলেন, নির্বাচন হবে প্রচলিত আইন অনুযায়ী। কোনো পণ্ডিত যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি তা হলে হবে না। সাধারণ মানুষ কি চায় সেটা দেখতে হবে। সাধারণ মানুষ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি তা হলে বলা যায় যে নির্বাচন সুষ্ঠু হয়নি। কিন্তু সাধারণ মানুষ তো বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সাধারণ মানুষ তো নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। কেউ যদি নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তা হলে কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত