ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ও ঢাকার দুই সিটি মেয়র ব্যর্থ : ফখরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ও ঢাকার দুই সিটি মেয়র ব্যর্থ : ফখরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ব্যর্থ হয়েছেন এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে সরকারও ব্যর্থ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বিকার। এ সময় তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে আবারও স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ দাবি করেন। গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বিএনপি মহাসচিব বলেন, ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ। স্বাস্থ্য খাতে দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এবছর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত