ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শুক্রবার ঢাকায় বিএনপির সমাবেশ

১৬ সেপ্টেম্বর থেকে তারুণ্যের রোডমার্চ

১৬ সেপ্টেম্বর থেকে তারুণ্যের রোডমার্চ

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও সাজা দেওয়ার প্রতিবাদে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওইদিন বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির একটি সূত্র জানায়, গত রোববার সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে কোনো ইস্যুতে এই সমাবেশ হবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি।

এদিকে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের পাঁচ বিভাগে এবার তারুণ্যের রোডমার্চ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তরুণ ভোটারদের আন্দোলনে সম্পৃক্ত করতেই নতুন এই কর্মসূচি দিচ্ছে সংগঠন তিনটি। এরই মধ্যে তারা এ রোডমার্চের একটি খসড়া তালিকা তৈরি করেছে। গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত হয়।

খসড়া তালিকা অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর ১০ মাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার হয়ে সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর-নোয়াপাড়া হয়ে খুলনা এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ফেনি-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই রোডমার্চ হবে। এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরপর গত ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত