ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিমানবন্দরে কাস্টমস কর্মীদের মোবাইল ব্যবহার নিষেধ

নির্দেশনা জারি
বিমানবন্দরে কাস্টমস কর্মীদের মোবাইল ব্যবহার নিষেধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে নতুন নির্দেশ জারি করেছে ঢাকা কাস্টম হাউজ। সম্প্রতি বিমানবন্দরটির কাস্টম হাউজের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ লুটের পর নড়েচড়ে বসেছে কাস্টমস কর্তৃপক্ষ। কর্মীদের নজরদারি বাড়তে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। নিষেধাজ্ঞা না মানলে বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে হবে কাস্টমস কর্মীদের। গত সোমবার ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন শিফটে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীরা তাদের দায়িত্ব পালনকালীন সময়ে মাত্রাতিরিক্তভাবে মোবাইল ফোন ব্যবহার করছেন। ফলে বিমানবন্দরে আগত যাত্রীদের যাত্রীসেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দাপ্তরিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে।

এ অবস্থায় যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন শিফটে দায়িত্ব পালনরত কর্মকর্তা বা কর্মচারীরা তাদের আন্তঃযোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোনের পরিবর্তে অফিসিয়াল ওয়াকিটকি ব্যবহার করবেন বলেও আদেশে বলা হয়েছে। তবে শিফট ইনচার্জ এবং প্রটোকলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা তাদের অফিসিয়াল মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা কেবলমাত্র ‘অতি জরুরি’ প্রয়োজনে শিফট ইনচার্জের অফিসিয়াল মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত