ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় ইনু

বিএনপির গলাবাজির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই

বিএনপির গলাবাজির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই

জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ পুলিশের হত্যাচারে রক্তাক্ত জনপদ নয় বরং ফসলের জনপদ দেশ হিসেবে বিশ্বে প্রসংশিত হচ্ছে। কোনো রক্ত নয়, দেশে এখন সোনার ফসল দেখছেন জনগণ। বিএনপির গলাবাজির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। গতকাল বুধবার কুষ্টিয়া সার্কিট হাউজ কনফারেন্স রুমে জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু আরো বলেন, বিএনপি নেতারা সরকারের উৎখাতের হুংকার ছাড়ছে এবং অস্বাভাবিক সরকারের পক্ষে ওকালতি করছে। বিএনপির নেতারা গণতন্ত্র, নির্বাচন নিয়ে আন্দোলন বা হইচই করছেন কিন্তু তারাও গণতন্ত্রের ফেরেস্তা নন। বিএনপি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্ব দিচ্ছেন না। মানুষ পুড়িয়ে হত্যা, জঙ্গি তাণ্ডব, হত্যা খুনের ভয়ংকর জল্লাদদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা। তিনি বলেন, ভারত ও চীন নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি। ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পশ্চিমাদেশে বর্তমান সরকারের বিরুদ্ধে মন্তব্য করছেন, তবে গণতন্ত্রের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, বিএনপি ক্ষমতাসীন অবস্থায় বহু মানুষকে খুন, জঙ্গি সন্ত্রাসীদের মাধ্যমে রক্তপাতের মতো ঘটনা ঘটিয়েছে। বিএনপির রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি বলে তিনি উল্লেখ করেন। এ সময় জাসদের জেলা সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত