কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় কাভার্ডভ্যান চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে রুবেল মিয়া ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. ইউনুছ। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
মামলার বিবরণে জানা যায়, কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন টোল প্লাজায় ২০২০ সালের ১১ ডিসেম্বর একটি কাভার্ডভ্যান থামায় পুলিশের টহল দল। ওই কাভার্ড ভ্যানের চালক রুবেল মিয়া ও সহকারী ইউনুছকে জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানের কেবিন থেকে একটি ব্যাগে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা পাওয়া যায়।
২০২১ সালের ২৯ এপ্রিল তদন্ত শেষে এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বলেন, ইয়াবার মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রুবেল মিয়া ও মো. ইউনুছকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।