ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পেকুয়ায় ৯৭৫ পিস ইয়াবাসহ আটক চার

পেকুয়ায় ৯৭৫ পিস ইয়াবাসহ আটক চার

কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে পেকুয়া বাজার থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের কুমপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে আবদুর রহিম (২৬), আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদিন (১৮), ধারিয়াখালী এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে বদি আলম (২৭) ও টইটং ইউনিয়নের রমিজপাড়া ঢালারমুখ এলাকার বদি আহমদের ছেলে মো. সোহেল (২৭)। পেকুয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ইয়াবা বেচাকেনা হবে এমন গোপন সংবাদ পেয়ে পেকুয়া বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃত ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। এ সময় তাদের কাছে থেকে ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত