ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চালু হয়নি অনেক মেশিন চিকিৎসাসেবা ব্যাহত

চালু হয়নি অনেক মেশিন চিকিৎসাসেবা ব্যাহত

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে আধুনিক মেশিন স্থাপন করা হলেও অনেক মেশিন এখনো চালু করা হয়নি। এতে চিকিৎসাসেবা মারাত্মক ব্যাহত হচ্ছে এবং মূল্যবান মেশিন ব্যবহার না করায় নষ্ট হওয়ার পথে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে ৫০০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে। তবে এসব মেশিন চালনার জন্য নেই বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান। এ হাসপাতালে আধুনিক মানের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে সব ধরণের এক্স-রে, সিটিস্ক্যান, ইউএসজি, ইসিজি, ইকো, ইটিটি, চোখের ল্যাসিক সংযোজন সুবিধাসহ ডেন্টাল ইউনিট চালু করা হয়েছে। ল্যাপারোস্কপি অপারেশনের সুবিধাসহ রয়েছে সব ধরনের অপারেশনের ব্যবস্থা। শিশু, গাইনি, অর্থোপেডিক, ইএনটি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। রয়েছে সিসিইউ সুবিধা। কিন্তু ব্লাড কালচার মেশিন, যক্ষ্মা কালচার মেশিন, এনজিও গ্রাম (কফ ল্যাব) ও বায়োপসি পরীক্ষা করার মতো গুরুত্বপূর্ণ মেশিন প্রস্তুত থাকলেও জনবলের অভাবে চালু করা যাচ্ছে না। এ বিষয়ে ওই হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল সাংবাদিকদের বলেন, গুরুত্বপূর্ণ ওই মেশিন প্রায় ৮ মাস আগে হাসপাতালে স্থাপন করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে চালু করা যাচ্ছে না। হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক বলেন, এসব মেশিন স্থাপন করা হলেও বিশেষজ্ঞ না থাকায় হাসপাতালে গুরুত্বপূর্ণ কয়েকটি রোগের পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এরই মধ্যে। এ বিষয়ে ওই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না বলেন, সরকার চিকিৎসা খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় মূল্যবান যন্ত্রপাতি জনবলের অভাবে পড়ে রয়েছে এবং আমাকে এ বিষয়ে অবগত করা হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত