ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে ৫০ কেজি গাঁজাসহ একজন আটক

দিনাজপুরে ৫০ কেজি গাঁজাসহ একজন আটক

৫০ কেজি গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটক হয়েছেন ১ মাদককারবারি। গত বুধবার বিকালে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের পশ্চিমপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযানে ৫০ কেজিসহ মাদককারবারি আবুজার আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। মাদককারবারি আবুজার দীঘন গ্রামের মৃত জাফর উদ্দিনের পুত্র। তবে অভিযানকালে অপর আসামি সেলিনা বেগম পালিয়ে যান।

দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবীর জানান, গ্রেপ্তারের পর মাদককারবারি আবুজারকে দিনাজপুর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত