বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রথমবারের মতো একটি নিজস্ব ফান্ডের কার্যক্রম চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এই ফান্ডের নাম দেয়া হয়েছে ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড।’ আগামীকাল দুপুর ১২টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এর উদ্বোধন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই ফান্ডের কার্যক্রম উদ্বোধন করবেন। জানা যায়, এই ফান্ডের জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। ফান্ডে অনুদান প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সমাজের ধনাঢ্য, দানবীর এবং শিক্ষা ও গবেষণায় অনুরাগী ব্যক্তিদের অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তিরা ওই দিন অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুদানের চেক প্রদান করতে পারবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আলোকিত বাংলাদেশকে বলেন, এই ফান্ড আমাদের নিজস্ব। প্রধানমন্ত্রী একসময় আমাদের এরকম একটি নির্দেশনা দিয়েছিলেন। আমাদের গবেষণার জন্য সরকারের অর্থের জন্য অপেক্ষা করতে হয়। এতে করে যখন যেমন প্রয়োজন তখন পাই না; নানা ধরনের প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হয়। আমাদের নিজস্ব একটি ফান্ড থাকলে গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে তখন দিতে পারব। উপাচার্য আরো বলেন, ২০১২-১৩ সাল থেকেই এই প্রয়াস চলে আসতেছে। তখন আমি সিন্ডিকেট সদস্য ছিলাম। তখন নানা ধরনের কমিটি করা হয়েছিল কিন্তু এগুলোর চূড়ান্ত রুপ পাইনি। এরপর আমি দায়িত্ব পাওয়ার পর একজনকে দিলাম তখনো হলো না। তারপর আমি দেখলাম অ্যাকাউন্ট আছে কিন্তু কোনো টাকা নেই। এখন কিছু টাকা দিয়ে অ্যাকাউন্টটা সচল করার পর আমরা এর কার্যক্রম শুরু করতে পারব।