ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মির্জা ফখরুল

দেশের বিরোধী মতকে দমানোর চেষ্টা চলছে

দেশের বিরোধী মতকে দমানোর চেষ্টা চলছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিরোধী মতকে দমানোর চেষ্টা চলছে।

গতকাল গুলশানের একটি হোটেলে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রায় পুলিশি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, পত্রিকায় দেখলাম ৬৬ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, মিফতাহ উদ্দীন চৌধুরী, ড. বোরহান উদ্দীন খান, গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত