ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মাদারীপুরে বাহাউদ্দিন নাছিম

বিএনপি-জামায়াত দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়

বিএনপি-জামায়াত দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ সব ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার দেশ। বিএনপি-জামায়াত এদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইদের তৈরি করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করেছিল। এরা বাংলাদেশকে আরেকটি আফগানিস্তান তৈরির স্বপ্ন দেখেছিল। এখনো তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। বিএনপি-জামায়াত নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল বিকালে মাদারীপুর পুরান বাজার দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ আজ সারা বিশ্বে সম্মানিত। সর্বশেষ জি টুয়েন্টি সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সারা বিশ্বের নেতারা বাংলাদেশকে সাদরে গ্রহণ করেছিল। বাংলাদেশকে ঘিরে ছিল বিশ্বের সব উন্নত দেশের নজর। জি-টুয়েন্টি সফর শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ আজ উন্নত বিশ্বে মর্যাদার আসনে আছে বলেই বাংলাদেশকে সবাই উন্নয়ন অংশীদার হিসেবে পাশে চায়।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা, আওয়ামী লীগের নৌকা, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও আস্থার ঠিকানা। উন্নয়নের মার্কা নৌকার উপর দেশের মানুষের আস্থা রয়েছে। আগামী নির্বাচনেও দেশবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করবেন।

বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর পৌর শাখার সভাপতি আকবর হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পারভেজ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় মাদারীপুর পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত