ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মির্জা ফখরুল

সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে ১৮ সেপ্টেম্বর নতুন কর্মসূচি

সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে ১৮ সেপ্টেম্বর নতুন কর্মসূচি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাল বিলম্ব নয়, এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে এই সরকারের হাত থেকে মুক্তি পেতে। গতকাল বিকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ ও সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভণ্ডসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। বিএনপি মহাসচিব বলেন, সরকার জনগণকে বোকা বানাতে চায়। আজকে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষের ঘরের চাল নাই, ডাল নাই, তেল নাই। এই দিকে সরকারের কোনো খেয়াল নাই। সরকারের খেয়াল একটাই কীভাবে ক্ষমতায় যেতে হবে। তিনি বলেন, অবিলম্বে এই সরকারকে বলব সংসদকে বিলুপ্ত করে দিন। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আমাদের যৌক্তিক দাবির কাছে এই সরকার নীতিগতভাবে পরাজিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অচিরে আমাদের আন্দোলন সফল হবে।

এর আগে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১৬ সেপ্টেম্বর রংপুরে ও ১৭ সেপ্টেম্বর বগুড়াতে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালনের পর আগামী ১৮ তারিখ বিএনপি যুগপৎ আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত