ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডিআইজি নুরে আলম মিনা

১১ জেলার এসপিদের নিয়ে কক্সবাজারে সভা অনুষ্ঠিত

১১ জেলার এসপিদের নিয়ে কক্সবাজারে সভা অনুষ্ঠিত

কক্সবাজারসহ ১১ জেলার পুলিশ সুপারদের নিয়ে আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা কক্সবাজার জেলাসহ থানা পর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, চট্টগ্রাম রেঞ্জের অধীস্থ ১১ জেলার পুলিশ সুপারদের উপস্থিতিতে গত আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাসমূহের তদন্তের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো. মাহফুজুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শাকিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। চট্টগ্রাম রেঞ্জের ৬১তম উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে গত ২৫ জুন যোগদান করেন নুরে আলম মিনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত