ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় হানিফ

স্বাধীনতাবিরোধীদের বিচার হলেই বিএনপির আঁতে ঘা লাগে

স্বাধীনতাবিরোধীদের বিচার হলেই বিএনপির আঁতে ঘা লাগে

কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত চক্র যেন কোনোভাবেই নাশকতা করে দেশের অব্যাহত উন্নয়নের ধারা ব্যাহত করতে না পারে, সেই জন্যই আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে। গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সোহান’স এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. নাহিদুল ইসলাম সোহানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা স্বীকার করে প্রধান অতিথির বক্তব্যে হানিফ আরো বলেন, সরকার তা নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও দরিদ্র মানুষকে সহায়তা করার বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, মহামারি করোনা ও রাশিয়াযুদ্ধের কারণে ৩ বছর দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এযুদ্ধের কারণে শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। সরকারের পক্ষ থেকে ওএমএস প্রাইজ কার্ডের মাধ্যমে সুযোগ, দেওয়া হচ্ছে টিসিবি মাধ্যমে সহযোগিতাসহ ৪ কোটি মানুষকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যা অচিরেই দ্রব্যমূল্য সাধারণ জনগণের নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, আইনের শাসনের প্রতি বিএনপির আস্থা বা বিশ্বাস নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা হত্যার বিচার বিএনপি করেনি। সে কারণে যেকোনো অন্যায় অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি। স্বাধীনতাবিরোধীদের বিচার হলে বিএনপির আঁতে ঘা লাগে।

হানিফ বলেন, ২০১৩ সালে ৫ মে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য হেফাজত ও বিএনপির কর্মীরা ঢাকার শাপলা চত্বরে আগুনের তাণ্ডব চালিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার সঙ্গে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে ১০ মিনিটের ভেতরে হেফাজত কর্মীরা পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ৬১ জন নিহতের তালিকা দিয়েছিলেন মানবাধিকারকর্মী আদিলুর রহমান। সেটা বিদেশি ও বাংলাদেশের কিছু মিডিয়াতে প্রকাশ করা হয়। পরবর্তীতে দেখা যায় ৬১ জন হেফাজতকর্মী বেঁচে আছেন। মিথ্যাচার করায় মানবাধিকারকর্মী আদিলুর রহমানের তথ্য মিথ্যা হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত