ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সীমান্তে বিজিবির হাতে ১৯ কেজি স্বর্ণসহ যুবক আটক

সীমান্তে বিজিবির হাতে ১৯ কেজি স্বর্ণসহ যুবক আটক

পঞ্চগড়ে সীমান্তে ১৯ কেজি স্বর্ণসহ মোহাম্মদ জুয়েল (৩২) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল সকাল সোয়া ৯টার দিকে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) পঞ্চগড় জেলা সদরের ঘাগড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে হাতেনাতে ১৯টি স্বর্ণের বারসহ আটক করে। এ সময় তার সাথে থাকা মোবাইল, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল জেলা সদরের হাড়িভাসা মধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে বলে জানা গেছে।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)’র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) এর কমান্ডার নায়েক সুবেদার ননী গোপাল পালের নেতৃত্বে বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৫৫/৪-এস হতে দেড় কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে প্রধান পাড়ায় অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের দাম ১৫ কোটি টাকারও বেশি। ৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে জুয়েল নামের এক যুবককে আটক করে। তার কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও ২৪ হাজার ৬৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণসহ অন্যান্য সামগ্রীর মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা। তাকে গ্রেপ্তার করে ঘাগড়া বর্ডার আউটপোস্ট পঞ্চগড় থানায় মামলা করে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিয়া বলেন, পঞ্চগড়ের সদরের উপজেলার হাড়িভাসা এলাকায় ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১৯টি স্বর্ণের বারসহ মোহাম্মদ জুয়েলকে আটক করে থানায় সোপর্দ্য করেছে বিজিবি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত