ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নাটোর-৪ আসন

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন সিদ্দিকুর রহমান

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন সিদ্দিকুর রহমান

জাতীয় সংসদের শূন্যঘোষিত নাটোর-৪ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কেন না, মনোনয়নপত্র দাখিলের শেষ তিনিই একমাত্র প্রার্থী বলে জানা গেছে।

নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান জানিয়েছেন, গতকাল বিকাল ৪টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীই কেবল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন আর কারো মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আজ মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ে বৈধ হলে এবং প্রার্থিতা প্রত্যাহার না করলে সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে আইন ও বিধি মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

২৬ আগস্ট নাটোরে একটি সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়লে নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুসকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ৩০ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত